নভেম্বর থেকে লোডশেডিং কমে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বলেন, এ লক্ষ্যে একটি পরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দুপুরে রাজধানীর ব্র্যাক ইন সেন্টারে অক্সফাম আয়োজিত ‘এনডিসি পরিকল্পনা বাস্তবায়ন ও টেকসই জ্বালানি’ র্শীষক সংলাপ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। আরেক প্রশ্নের উত্তরে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, জ্বালানি উপদেষ্টা ভবিষ্যতের শঙ্কার কথা বলেছেন, আর সেখানে সরকার বসে নেই।
সরকার দেশে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে কাজ করে যাচ্ছে বলেও জানিয়েছে নসরুল হামিদ। এজন্য অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহায়তা বাড়াতে উন্নয়ন সংস্থাগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান। ব্রুনাইয়ের সঙ্গে করা সমঝোতা স্মারক অনুযায়ী কবে থেকে এবং কী পরিমাণ গ্যাস পাওয়া যাবে তা আগামী সপ্তাহেই জানতে পারবেন বলে এ সময় উল্লেখ করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী।