তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারের সদর উপজেলার আব্দুল মালিক উচ্চ বিদ্যালয়ে ৯ম শ্রেনীর এক ছাত্রী সাফিয়া আক্তার (১৫) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার খবর পাওয়া গেছে।
গতকাল বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) রাত ৯ টার দিকে সদর উপজেলার মোস্তফাপুর ইউপির নাঈম মিয়ার কলোনীতে এ ঘটনাটি ঘটে। সাফিয়া আক্তার রাজনগর উপজেলার কদমহাটা গ্রামের বাসিন্দা সেলিম মিয়ার মেয়ে । সাফিয়া মোস্তফাপুর বড় দুই বোনসহ ভাড়া বাসায় এক সাথে বসবাস করতো।
মৌলভীবাজার মডেল থানার এসআই মো: মাহবুবুর রহমান জানান, রাতে রান্নাঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে সে। খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের রিপোর্ট আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে।
Drop your comments: