এম আই সুমন, ইবি প্রতিনিধি :
পূর্ণাঙ্গ নতুন কমিটি গঠনের পরপরই জাতির পিতাকে স্মরণ করে মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব। সোমবার (৭ ডিসেম্বর) দুপুর ২টায় ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে সংগঠনটির নবকমিটির সদস্যরা।
জানা যায়, সোমবার সকাল সাড়ে দশটায় মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ইবি প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদ-২০২০ এর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সভাপতি হিসেবে সরকার মাসুম (দৈনিক যুগান্তর) এবং সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম (বাংলানিউজ২৪.কম) এতে নির্বাচিত হয়েছেন। দুপুরে উপাচার্য অধ্যাপক ড. আবদুস সালাম আনুষ্ঠানিকভাবে ১২ সদস্যের নতুন কমিটি ঘোষণা করেন।
পরে নতুন কমিটি বিশ্ববিদ্যালয়ের মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করে। এসময় পুষ্পার্পন করেন প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি সরকার মাসুম ও সম্পাদক তারিকুল ইসলামের নেতৃত্বে সহ-সভাপতি এ আর রাশেদ (প্রতিদিনের সংবাদ), যুগ্ম সাধারণ সম্পাদক রুমি নোমান (বাংলা ট্রিবিউন), দপ্তর সম্পাদক মুতাসিম বিল্লাহ পাপ্পু (দৈনিক সমকাল), কোষাধ্যক্ষ আহসান নাঈম (বাংলাদেশ প্রতিদিন), প্রচার, প্রকাশনা ও সাহিত্য সম্পাদক আবু হুরায়রা (দ্য ইন্ডিপেন্ডেন্ট), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রায়হান মাহবুব (জাগোনিউজ২৪.কম), কার্যনিবার্হী সদস্য ফেরদাউসুর রহমান সোহাগ (দৈনিক সংবাদ), শাহাদাত তিমির ( কালের কণ্ঠ), মুনজুরুল ইসলাম নাহিদ (সমাচার) এবং আদিল সরকারসহ ( সময়ের আলো) অন্যান্যরা।