নতুন বছরের প্রথম দিনই আসছে জনপ্রিয় কণ্ঠশিল্পী সোহাগের ‘ফিরে এসো’ শিরোনামে নতুন একটি গান। গানটির কথা লিখেছেন সাংবাদিক কামরুল হাসান জনি। এই গানের কণ্ঠ, সুর ও সংগীত পরিচালনা করেছেন সোহাগ নিজেই।
১ জানুয়ারি ঢাকার সিডি জোন মিউজিকের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হবে।
‘ফিরে এসো’ শিরোনামের এই গান প্রসঙ্গে কণ্ঠশিল্পী সোহাগ বলেন, ‘এটি আমার অন্য গানগুলো থেকে ভিন্ন। কিছুটা ব্যতিক্রমী। আমি আশাবাদী, ভক্ত ও শ্রোতারা এই গানটি সাদরে গ্রহণ করবেন।’
গানটির গীতিকার কামরুল হাসান জনি বলেন, ‘গানের কথাগুলো শ্রোতাদের মনের কথা। যেখানে আবেগ, প্রতিশ্রুতি ও আকাঙ্খার প্রতিফলন ঘটেছে। আশা করছি, এটি সবার ভাল লাগবে।’
Drop your comments: