ফরিদপুর প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন ( বিএনএম) নতুন দলে যোগ দিয়েছেন ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো.তাহের আহমেদ শুভ।
তাহের আহমেদ শুভ বিএনএম দলেন কেন্দ্রীয় কমিটির সদস্য ও দলটির উপকমিটির মিডিয়া সেলের সদস্য দায়িত্ব পালন করছেন।
তাহের আহমেদ শুভ আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের পবনবেগ গ্রামের ঐতিয্যবাহী মোল্যা বাড়ির মরহুম আব্দুল রাজ্জাক মোল্যার ছোট ছেলে।
গত ২০ নভেম্বর সোমবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যেমে এ নতুন দলের আত্ম প্রকাশ ঘটে। ফরিদপুর-১ আসনের সাবেক একাধিকবার নির্বাচিত সংসদ সদস্য শাহ মোহাম্মদ আবু জাফরকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নাম ঘোষণা করা হয়।
তাহের আহমেদ শুভ জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্ব মুহুত্বে বাংলাদেশ জাতীয়বাদী আন্দোলন (বিএনএম) দলের আত্মপ্রকাশ ঘটেছে। এ দলে আমার একান্ত শ্রদ্ধাভাজন নেতা একাধিক বারের নির্বাচিত ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য শাহ মোহম্মদ আবু জাফরকে ভারপ্রাপ্ত সভাপতি নির্বাচিত করার দলের শীর্ষস্থানীয় নেতাকর্মীকে ফরিদপুর-১ আসনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।
সেই সাথে আমাকে বিএনএম দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও উপকমিটির মিডিয়া সেলের সদস্য হিসেবে নির্বাচিত করায় দলের ভারপ্রাপ্ত সভাপতি শাহ মোহম্মদ আবু জাফর ভাইসহ দলের সংশ্লিষ্ট সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।
সকলের উদ্দেশ্যে তিনি আরও বলেন, নতুন দল হিসেবে বিএনএম বাংলাদেশের উন্নয়নের অংশীদার হয়ে কাজ করবে। আমরা কোনো সংঘাত চাইনা। আমরা শান্তির পক্ষে লড়তে চাই। অন্যায় অবিচার জুলুম নির্বাতনের পক্ষে বিএনএম নেই। আমাদের উপর আস্থা রাখুন। আপনার আমাদের পাশে থাকুন। বিএনএম মানুষের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করবে। নোঙর মার্কা মানেই সাধারণ মানুষের আস্থার ঠিকানা।