নতুন ধরনের করোনাভাইরাসে বিপর্যস্ত যুক্তরাজ্য। দেশটিতে ক্রমেই বাড়ছে করোনায় শনাক্ত ও মৃত রোগীর সংখ্যা। এরমধ্যে ইংল্যান্ডের চিফ মেডিক্যাল অফিসার সতর্ক করে বলেছেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে মহামারির প্রাদুর্ভাব আরও ভয়াবহ হতে পারে।
এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন দেশটির জনগণকে সর্বোচ্চ সতর্ক থাকতে বলেছেন। তিনি আরও বলেছেন, প্রয়োজন হলে আরও কঠোর বিধিনিষেধ আসতে পারে।
চিফ মেডিক্যাল অফিসার ক্রিস হুইটি বিবিসিকে বলেছেন, আগের থেকে ব্রিটেন ভাইরাসের কারণে ভয়াবহ বিপদে আছে। তিনি আরও বলেছেন, নতুন ধরনের করোনা যা ৩০ টির বেশি দেশে ছড়িয়ে পড়েছে, এটি সবার জন্য সমস্যা।
এদিকে বরিস বলেছেন, আমরা বিধিনিষেধ প্রতিনিয়ত পর্যালোচনা করছি। ইতোমধ্যে করোনার নতুন ধরন রুখতে যুক্তরাজ্যজুড়ে নানা বিধিনিষেধ জারি করা হয়েছে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় ৩১ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছে। এছাড়া এতে মৃতের সংখ্যা ৮২ হাজার ছাড়িয়েছে।