লাবিব হাসান, পটুয়াখালী জেলা প্রতিনিধি: মহিপুর থানা সদর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড নজীবপুর কমরপুর রাস্তার একটি কার্লভাট ভেঙ্গে পড়েছে। লিটন হাওলাদার বলেন ট্রলির অতিরিক্ত ভারে এবং নিম্নমানের কাজ হওয়ায় কার্লভার্টটি ধ্বসে পড়ে এক বছরের বেশি সময় হলো, অথচ এখন পর্যস্ত কোনো সংস্কার হয়নি।
ঘটনার পর থেকে রাস্তাটিতে সকল প্রকার যান চলাচল বন্ধ রয়েছে। পথচারীদেরও পথ চলতে ব্যাপক দূর্ভোগ পোহাতে হচ্ছে। এলাকাবাসী কার্লভার্টটি ভেঙ্গে পড়ার জন্য নিম্নমাণের উপকরণ সামগ্রীর ব্যবহার ও পুরনো হওয়া কে দায়ী করছে।
ধারণা করা হচ্ছে, কার্লভার্টটি নির্মাণকালে নিম্নমানের উপকরণ সামগ্রী ব্যবহার হয়েছিল। এলাকাবাসীর জোর দাবি কার্লভার্টটি দ্রুত সংস্কার করে জনদূর্ভোগ লাগব করা হোক।
Drop your comments: