তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: উজানের পাহাড়ি ঢলের পানিতে মৌলভীবাজারের কমলগঞ্জের ধলাই নদীর পানি বিপদ সীমা লেভেল প্রবাহিত হচ্ছে। গত কয়েকদিনে থেমে থেমে ভারী বৃষ্টি ও উজানে ভারতীয় পাহাড়ি এলাকায় ভারী বৃষ্টির কারণে কমলগঞ্জে ধলাই নদী পানি বেড়েছে। একই সঙ্গে লাঘাটা, ক্ষিরনীসহ সবকটি পাহাড়ি ছড়ার পানিও বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
বৃহস্পতিবার (৬ অক্টোবর) সরেজমিনে কমলগঞ্জের থানা সংলগ্ন ধলাই পুরাতন সেতু ও তার আশেপাশে এলাকা ঘুরে দেখা যায়, নদীর পানি বেড়ে বিপদ সীমার কাছাকাছি প্রবাহিত হচ্ছে। এভাবে পানি বাড়তে থাকলে যে কোন সময় পানি বিপদ সীমা অতিক্রম করতে পারে। এ অবস্থায় ধলাই নদীর ঝুঁকিপূর্ণ প্রতিরক্ষা বাঁধ এলাকা ভাঙনের আশংকা করছেন স্থানীয়রা।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন কমলগঞ্জে ধলাই নদী পানি বাড়ার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সম্ভবত উজানে ভারতের পাহাড়ি এলাকায় ভারী বৃষ্টি হয়েছে। এজন্য ধলাই নদীর পানি বেড়েছে। উপজেলা প্রশাসন এদিকে সার্বক্ষণিক নজরদারি করছে বলে তিনি জানান।’
পানি উন্নয়ন বোর্ড মৌলভীবাজারের কমলগঞ্জে দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষক সাকিব হোসেন জানান, ধলাই নদী পানি বিপদ সীমার ৪০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে এরপর ধলাই নদী পানি আরও বেড়েছে। তিনি আরও বলেন, উজানে ভারতীয় পাহাড়ি ঢলে এলাকায় ভারী বর্ষণ হওয়ার কারণে কমলগঞ্জে ধলাই নদে পানি বেড়েছে।