ধর্ষণ মামলায় বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হকে বিরুদ্ধে আদালতে জবানবন্দি দিয়েছে মামলার বাদি জান্নাত আরা ঝর্ণা।
বুধবার বেলা সাড়ে ১২টা থেকো ২টা পর্যন্ত নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হাসানের আদালতে ধর্ষণের ঘটনার বর্ণনাসহ সাক্ষ্য দেন ঝর্ণা। এ সময় মাওলানা মামুনুল হক আদালতে উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী রকিবুদ্দিন জানান, ঝর্ণার স্বামীর ঘনিষ্ঠ বন্ধু সুবাদে মামুনুলের সাথে পরিচয় ঘটেছিল তার। পরবর্তীতে তার স্বামীর সাথে বিবাহ বিচ্ছেদ হলে মামুনুল তাকে ঢাকায় বাসা রেখে নানা জায়গায় নিয়ে যেতেন এবং তার সাথে শারীরিক সম্পর্কে জড়াতেন।
তিনি আরো জানান, মামুনুল হক তাকে কখন এবং কোথায় ধর্ষণ করেছেন তা বলেছেন মামলার বাদি। বিয়ের প্রলোভন দেখিয়ে রয়্যাল রিসোর্ট ছাড়াও বিভিন্ন স্থানে নিয়ে মামুনুল তাকে ধর্ষণ করেছেন বলে আদালতকে জানিয়েছেন ঝর্ণা।
জবানবন্দি (স্বাক্ষ্য) শেষে ঝর্ণাকে আসামিপক্ষের আইনজীবী জেরা করেছেন। মামুনুল হকের আইনজীবীর প্রশ্নের জবাব দিয়েছেন তিনি।
এর আগে ধর্ষণ মামলায় কাশিমপুর কারাগার থেকে কঠোর নিরাপত্তায় সকাল ৯টার দিকে মামুনুলকে আদালতে আনা হয়। এ সময় মামুনুল হকের অনুসারীরা আদালত চত্বরে অবস্থান নেয়।
এদিকে মামুনুল হকের আইনজীবী জয়নুল আবেদীন মেসবাহ জানান, ভারতের প্রধানমন্ত্রীর বাংলাদেশে আগমন নিয়ে কথা বলায় মামুনুল হকের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করা হয়েছে।