ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড রেখে বিদ্যমান নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনের প্রস্তাব সরকারের মন্ত্রিসভায় পাস হয়েছে। আইনমন্ত্রী আনিসুল হক আজ সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আইনমন্ত্রী বলেন, ‘নারী ও শিশু নির্যাতন আইন সংশোধনের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন হয়েছে। এখন থেকে ধর্ষণের অপরাধের গুরুত্ব ও ভয়াবহতা বিবেচনা করে বিচারক মৃত্যুদণ্ডের রায় দিতে পারবেন।’
যেহেতু সংসদ চলমান নেই, রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে সংশোধিত আইন শিগগিরই কার্যকর করা হবে বলে জানান আইনমন্ত্রী।
আইনের সংশোধনীর প্রস্তাবিত খসড়ায় কয়েকটি ধারায় ছোট ছোট পরিবর্তন আনা হয়েছে। এ আইনের ৯(১) ধারায় ধর্ষণের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন ছিল। এখন তা বাড়িয়ে মৃত্যুদণ্ডের প্রস্তাব করা হলো।
Drop your comments: