মোহাম্মদ ইরফানুল ইসলাম আমিরাতঃ যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে সংযুক্ত আরব আমিরাতে গতকাল রাতে পবিত্র আশুরা পালিত হয়েছে। শুক্রবার সূর্যাস্তের পর থেকে পবিত্র আশুরার রাত হিসেবে গণ্য হয়।
আমিরাতে ধর্মপ্রাণ মুসলমানরা এ রাতে বিশেষ পূণ্যলাভের আশায় মিলাদ-মাহফিল, নফল নামাজ আদায়, জিকির ও কোরআন তেলাওয়াতে মশগুল থাকেন।
মহররম মাসের ১০ তারিখ কারবালা প্রান্তরে হজরত ইমাম হোসেন (রা.)-এর শাহাদাতবরণের শোকাবহ ঘটনাকে কেন্দ্র করে মূলত পালিত হয় পবিত্র আশুরা। তবে ইসলামের ইতিহাসে এ দিনটি অসংখ্য তাৎপর্যময় ঘটনায় উজ্জ্বল হয়ে আছে।
প্রতিবছরে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ, পাকিস্তান, ভারতসহ বিভিন্ন দেশের মুসলিম কমিউনিটি স্থানীয় সময় সন্ধ্যার পর থেকে মসজিদ ও রেস্টুরেন্টের হলরুমে বিভিন্ন ধর্মীয় কর্মসূচি পালন করে তাকলেও এবার মহামারী কভিট-১৯ (করোনা ভাইরাস) কারণে নিজ ঘরে নফল নামাজ আদায়, জিকির ও কোরআন তেলাওয়াত আদায় করেন।