আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ প্রেমিকা সহ হরিতোশ চৌধুরী নামের এক পল্লী বিদ্যুৎ কর্মকর্তাকে অসামাজিক কার্যকলাপের দায়ে হাতেনাতে আটক করেছে এলাকার জনগন। আলফাডাঙ্গা পৌরসভার কলেজ রোডে শনিবার সন্ধ্যায় ৭ নং ওয়ার্ডের পল্লী বিদ্যুৎ অফিস বিল্ডিং এর কর্মকর্তার ভাড়া বাসা থেকে তাদের আটক করা হয়।
ঘটনার বিবরণে জানা যায়, আলফাডাঙ্গা পল্লী বিদ্যুৎ অফিসের প্রকৌশলী পদে নিযুক্ত মেহেরপুর জেলার পিযুস কান্তি চৌধুরীর ছেলে হরিতোশ চৌধুরীর সাথে একই অফিসে কর্মরত টগরবন্ধ ইউনিয়নের অধিবাসী জ্ঞানেন্দ্র নাথ অধিকারীর মেয়ে পিপাসা অধিকারীর দীর্ঘ দিন ধরে প্রেমের সম্পর্ক চলছিল।
গত ২৮/০৫/২০২২ তারিখে সন্ধ্যায় হরিতোশের ভাড়ার বাসায় আসেন পিপাসা অধিকারী। অফিস টাইমের পরে সন্ধ্যা বেলায় মেয়েটিকে একা বাসায় থাকা হরিতোশ এর রুমে ঢুকতে দেখে পাশের বাসার ভাড়াটিয়ারা নজরে রাখে। দীর্ঘক্ষণ সময়ের পরেও বের না হওয়ায় কেউ তাদের কড়া নাড়ে তাদের দরজায়। কয়েকবার খটখটানোর শব্দ পেয়ে দরজা খুললে তাদের উভয়কেই বিব্রতকর অবস্থায় পাওয়া যায়। এতক্ষণে পুরো ভবনে হৈ চৈ পড়ে গেছে, ছুটে আসে সাধারণ জনগন। অনেকেই আক্রমনাত্মক আচরনে এগিয়ে আসে, পরে স্থানীয় কয়েকজন জন প্রতিনিধির হস্তক্ষেপে পরিস্থিত নিয়ন্ত্রণে আসে, এবং প্রেমিক-প্রেমিকার সম্মতিতে ম্যারিজ রেজিষ্টার্ড সুব্রত কুমার ঘোষ (বাবু) কে ডেকে হিন্দু ধর্মের নিয়মানুসারে ১০ ভরি স্বর্ণালঙ্কার প্রদানের মাধ্যমে বিবাহের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।
উল্লেখ্য যে,হরিতোশ চৌধুরীর ১টি ছেলে সন্তান ও পিপাসা অধিকারী (বিধবা) এর ২টা ছেলে সন্তান রয়েছে বলে জানা গেছে।