দক্ষিণ আফ্রিকা সফররত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন প্রিটোরিয়ায় দক্ষিণ আফ্রিকার কৃষি, ভূমি সংস্কার ও গ্রামীণ অবকাঠামো উন্নয়ন মন্ত্রী অ্যাঞ্জেলা থোকো দিদিজার সঙ্গে বৈঠক করেছেন।
বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ১৯৭১ সালে বাংলাদেশ সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে স্বাধীনতা অর্জনের বেদনাদায়ক ইতিহাস উল্লেখ করেন। এ সময় মন্ত্রী দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী আন্দোলনের পক্ষে বাংলাদেশের সরকার, জনগণের সমর্থন ও সংহতির কথা উল্লেখ করেন এবং জাতিসংঘে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক দক্ষিণ আফ্রিকার জনগণের জন্য প্রদত্ত সমর্থনের কথা উল্লেখ করেন।
বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী দক্ষিণ আফ্রিকার মৎস্য ও ভূমি সংস্কারসহ কৃষি ও পরিবেশের ক্ষেত্রে সম্ভাব্য সহযোগিতার জন্য দুই দেশের সহযোগিতার ভিত্তিতে কাজ করার ওপর দৃষ্টি আরোপ করেন। পররাষ্ট্রমন্ত্রী কৃষিক্ষেত্রে বাংলাদেশের উল্লেখযোগ্য সাফল্য সম্পর্কে দক্ষিণ আফ্রিকার কৃষিমন্ত্রীকে অবহিত করেন এবং যৌথ উদ্যোগে বাংলাদেশি দক্ষ কৃষি উদ্যেক্তাদের দক্ষিণ আফ্রিকায় প্রচুর অব্যবহৃত কৃষিজমিতে সুযোগ সৃষ্টির জন্য দক্ষিণ আফ্রিকার কৃষিমন্ত্রীর প্রতি আহ্বান জানান।
পররাষ্ট্রমন্ত্রী দক্ষিণ আফ্রিকায় কৃষি সহযোগিতায় জন্য বঙ্গবন্ধু-ম্যান্ডেলা কৃষি গবেষণা কেন্দ্র স্থাপনের প্রস্তাব দেন।
এ সময় দক্ষিণ আফ্রিকার কৃষিমন্ত্রী বলেছেন, এজন্য উভয় দেশের প্রকল্প বিশেষজ্ঞদের আলোচনার জন্য কৃষি বিশেষজ্ঞদের নিয়োগ করতে হবে।
পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের সাথে সম্পর্ক তৈরি করতে রেডিমেড গার্মেন্টস, আইসিটি এবং ফার্মাসিউটিক্যালসের মতো খাতে যৌথ উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন।
এরপর ২৪ আগস্ট একই দিন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, প্রিটোরিয়ায় দক্ষিণ আফ্রিকা আর্ন্তজাতিক সম্পর্ক মন্ত্রণালয়ের মন্ত্রী ড. নালেদি পানডোর সঙ্গে তার কার্যালয়ে এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। দুই দেশের মন্ত্রীরা এ সময় কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের ওপর গুরুত্ব দেন৷ এ সময় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. আবদুল মোমেন দক্ষিণ আফ্রিকায় বসবাসরত বাংলাদেশ প্রবাসীদের নানা ধরনের সমস্যার কথা তুলে ধরলে দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্রমন্ত্রী তা সমাধানের আশ্বাস দেন।
এর আগে পররাষ্ট্রমন্ত্রী ড. আবদুল মোমেন দক্ষিণ আফ্রিকা আওয়ামী লীগ ও যুবলীগ আয়োজিত ১৫ আগস্টের শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। সোমবার প্রিটোরিয়া বাংলাদেশ হাইকমিশনে আওয়ামী লীগ ও যুবলীগের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রেখেছেন। বাংলাদেশ হাইকমিশনার নুরে হেলান সাইফুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় আওয়ামী লীগ ও যুবলীগের নেতারা বক্তব্য রাখেন।