কুড়িগ্রাম প্রতিনিধিঃ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে কুড়িগ্রামের উলিপুরে মানববন্ধন করেছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
মঙ্গলবার(১৫ মার্চ) বিকেলে উলিপুর মসজিদুল হুদা মোড়ে “দ্রব্য মূল্যের দাম কমাও, জান বাঁচাও” স্লোগানকে ধারন করে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় সদস্য শুব্রতা রায়, উলিপুর উপজেলা কমিটির সাধারন সম্পাদক প্রদীপ কুমার, জেলা কমিটির সদস্য দেলোয়ার হোসেন প্রমুখ।
এসময় বক্তারা অবিলম্বে জ্বালানি তেলসহ সকল পণ্যের দাম কমানোর জোর দাবী জানান। এবং আগামী ২৮ মার্চের অর্ধবেলা হরতাল সফল করতে সকলের প্রতি আহ্বান জানান।
Drop your comments: