বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা। সকাল থেকে সড়ক অবরোধ করে চলা এই বিক্ষোভে স্থবির হয়ে পড়েছে পুরো ঢাকা।
রোববার (৫ জুন) সকাল থেকে মিরপুর ১০ নম্বর গোলচত্বরে মিরপুর এলাকার বিভিন্ন পোশাক কারখানার কয়েক হাজার শ্রমিক জড়ো হয়ে বিক্ষোভ করছেন। ফলে মিরপুরের প্রধান সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এরপর এই যানবাহনের চাপ ক্রমান্বয়ে ছড়িয়ে পড়তে থাকে আশপাশের সড়কগুলোতে। এর প্রভাবে বেলার বাড়ার সঙ্গে সঙ্গে রাজধানীজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
রাজধানীর মিরপুর থেকে শেওরাপাড়া, বিজয় সরণি, তেজগাঁও, মহাখালী, বনানী, বিমানবন্দর সড়ক, কালশি, কচুক্ষেত এলাকায় তীব্র যানজটের খবর পাওয়া গেছে। এর বাইরেও প্রায় সকল সড়কেই যানবাহনের দীর্ঘ জটলা সৃষ্টি হয়েছে।
ঢাকার অন্যতম প্রবেশপথ গাবতলী-আমিনবাজারেও গাড়ি স্থবির হয়ে রয়েছে। এর ফলে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। ঘণ্টার পর ঘণ্টা একই স্থানে দাঁড়িয়ে থাকছে যানবাহনগুলো।
জোবায়ের ফেরদৌস নামে একজন জানান, বিমানবন্দর থেকে ক্ষিলক্ষেত আসতে দেড় ঘণ্টা সময় লেগেছে। এখন আর গাড়ি সামনের দিকে এগুচ্ছেই না। কাছাকাছি যারা যাবেন তারা হয়তো হেঁটে রওনা দিয়েছেন কিন্তু যারা দূরে যাবেন তাদের তো কোনো উপায় নেই।
শফি হাসান নামে আরেকজন বলেন, বনানী ওভারপাসের ওপর এক ঘণ্টা ধরে দাঁড়িয়ে আছি। গাড়ি সামান্যতম সামনে এগোগুচ্ছে না।
চন্দ্রিমা উদ্যান এলাকা থেকে সৈয়দ অনীল নামে একজন জানান, ঘণ্টাখানেক পর পর কয়েক হাত সামনে এগোচ্ছে গাড়ি।
বিজয় সরণি এলাকায় দায়িত্বরত ট্রাফিক পুলিশের সদস্য জানান, শ্রমিকদের বিক্ষোভে মিরপুর পুরোপুরি ব্লক হয়ে গেছে। ফলে আশেপাশের সড়ক থেকে যানজট ছড়িয়ে পড়েছে অন্য সড়কগুলোতেও।
রোববার সকাল থেকে মিরপুর-১০ নম্বর গোলচত্বরে শুরু হওয়া শ্রমিকদের অবরোধ পর্যায়ক্রমে মিরপুরের বিভিন্ন এলাকাতে ছড়িয়ে পড়ে। বেশকিছু স্থানে গাড়ি ভাঙচুরের খবর পাওয়া গেছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. মাহবুব বলেন, শ্রমিকদের মূল আন্দোলন মিরপুর ১০ নম্বর গোলচত্বর কেন্দ্রিক। এর আশেপাশেও কিছু সড়ক অবরোধ করে রেখেছেন শ্রমিকরা।
তিনি বলেন, বিষয়টি সমাধানে শ্রম মন্ত্রণালয় থেকে শ্রমিক প্রতিনিধিদের বৈঠকে ডেকেছে। কিন্তু তারা আলোচনা করতে এখনো যায়নি। আমরা শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছি।
এর আগে শনিবার বিকেলে বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে চলা বিক্ষোভে মিরপুরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি গাড়ি ভাঙচুর করেছেন বিক্ষুব্ধ পোশাকশ্রমিকরা। এ সময় পুলিশের দুটি মোটরসাইকেলেও আগুন দেওয়া হয়।