ইসরায়েলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিরোধিতায় বিক্ষোভ-প্রতিবাদে উত্তাল তেল আবিব। শনিবার (২ জুলাই) শহরের কেন্দ্রে হাজির হন কয়েক হাজার মানুষ। তাদের অভিযোগ, খাবার এবং জ্বালানির দাম কমার কোনো লক্ষণ নেই। তার ওপর বেড়েই চলেছে বাড়ি ভাড়া।
দেশটির জাতীয় পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুসারে, গেলো বছরই কয়েক দফা বাড়ি ভাড়া বেড়েছে ১৬ শতাংশের ওপর। নিম্ন আয়ের ইহুদিদের জন্য যে ব্যয়ভার বহন করা কষ্টসাধ্য।
প্রতিবাদে উপস্থিত ‘স্ট্যান্ডিং টুগেদার আন্দোলন’র সদস্য ইয়েল অ্যাগমন বলেছেন, আমরা এখানে এসেছি। কারণ, ইসরায়েলে সবকিছুর দাম বাড়ছে। এখানে বাস করা অসম্ভব হয়ে উঠছে। আর এই কারণেই আজ আমরা অনেকেই বেরিয়ে এসেছি। আমাদের অ্যাপার্টমেন্টের ভাড়া দেওয়া দুঃসাধ্য হয়ে পড়ছে। আমরা সুপারমার্কেটে যে পণ্যগুলি কিনতে চাই সেই অর্থও নেই।
গেলো দু’বছরের করোনা মহামারি এবং সাম্প্রতিক ইউক্রেন যুদ্ধের কারণে এ অর্থনৈতিক সংকট- এমনটা দাবি প্রশাসনের। নভেম্বরের ১ তারিখ দেশটিতে সাধারণ নির্বাচন। প্রার্থীদের জন্য নিত্যপণ্যের দাম কমানোর প্রতিশ্রুতিই হবে বড় চ্যালেঞ্জ।
সূত্র: দ্য ন্যাশনাল নিউজ।