দ্বিতীয়বার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি। তিনি করোনা প্রতিরোধী টিকার দুই ডোজ নেওয়ার পর আবারও ভাইরাসটিতে আক্রান্ত হলেন।
মঙ্গলবার (০৬ জুলাই) করোনা পরীক্ষায় নমুনা দিলে বুধবার (০৭ জুলাই) রিপোর্টে পজিটিভ আসে। তার ব্যক্তিগত সহকারী মাহবুবুর রহমান টিটু এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, গত বছরের ডিসেম্বরের ১ তারিখে তিনি (সাগুফতা ইয়াসমিন এমিলি) করোনায় আক্রান্ত হন। চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারত থেকে আসা কোভিশিল্ড টিকাটি নিয়েছিলেন। নতুন করে করোনা উপসর্গ দেখা দেওয়ায় গত ৬ জুলাই সংসদ ভবনে তিনি নমুনা দেন।
মাহবুবুর রহমান টিটু আরও জানান, বুধবার বিকালে রিপোর্টে করোনা পজিটিভ আসে। এখন তিনি ঢাকার বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলছেন। তিনি সবার দোয়া চেয়েছেন।
এদিকে, লৌহজং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নূরে আলম খান জানান, সাগুফতা ইয়াসমিন এমিলি লৌহজংয়ে করোনাভাইরাসের টিকার দুই ডোজই নিয়েছিলেন। তবে এ সংসদ সদস্যের দ্বিতীয়বার করোনা আক্রান্তের খবর পাননি তিনি।