October 18, 2024, 5:23 pm
সর্বশেষ:
বৈষম্য বিরোধী ছাত্র সমাজের বান্দরবানে সংবাদ সম্মেলন সোনারগাঁয়ে কবরস্থানের জমি বিক্রির প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন সাংবাদিক সংগঠনের অফিস দখলে নিয়ে ব্যক্তিগত অফিস বানালেন বিএনপি নেতা হাসান সাতক্ষীরায় মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম ও দূনীতির অভিযোগ ভারতে পালানোর সময় শেরপুর জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক চন্দ্রপাল আটক ইসলামী অর্থনীতি বিকাশে কাজ করছে জেনিথ ইসলামী লাইফ: কামালুদ্দিন জাফরী আলফাডাঙ্গা প্রেসক্লাবের নব-নির্বাচিত কার্যনিবাহী কমিটির পরিচিতি ও অভিষেক অনুষ্ঠান চোরাইপথে ভারতীয় শাড়িসহ সিএনজি আটক  বেনাপোল সীমান্তে পঁচা পানির পুকুরে মিলল ৬লাখ টাকার ফেনসিডিল বান্দরবানে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন

“দৈনিক রাজবাড়ী কন্ঠে” প্রকাশকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি সাংবাদিক জোটের

  • Last update: Sunday, September 22, 2024

নিজস্ব প্রতিবেদকঃ রাজবাড়ী জেলা থেকে প্রকাশিত “দৈনিক রাজবাড়ী কণ্ঠের” প্রকাশক প্রকৌশলী মোহাম্মদ মনিরুজ্জামান খানের বিরুদ্ধে দায়ের হওয়া দুটি ষড়যন্ত্রমুলক হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে ফরিদপুর “জেলা সাংবাদিক জোট” রোববার (২২ সেপ্টেম্বর) তাদের নিজস্ব কার্যালয়ে এক বিশাল প্রতিবাদ সভা করেছেন।

এ সভায়, জেলার ৯ উপজেলার একাধিক প্রিন্ট পত্রিকা ও অনলাইন পত্রিকার প্রকাশক সম্পাদক এবং উপজেলার বিভিন্ন পত্রিকার উপজেলা সংবাদদাতাগন উপস্থিত ছিলেন।

সকাল ১২ টায়, এই প্রতিবাদ সভা শুরু হয়ে টানা দুই ঘন্টা আলোচনা চলে।

প্রতিবাদ সভার সভাপতিত্ব করেন, নগরকান্দা প্রেসক্লাবের সদস্য “দৈনিক মানব জমিন” পত্রিকার নগরকান্দা প্রতিনিধি জেলা সাংবাদিক জোটের নেতা মোঃ লিয়াকত আলী,

সভায় বক্তব্য রাখেন, মোঃ শাহজাহান হেলাল মধুখালি উপজেলা সংবাদদাতা দৈনিক মানব কন্ঠ “,মোঃ আলমগীর হোসেন প্রতিদিনের খবর,মোঃ সজিব মোল্লা” দৈনিক মুক্ত খবর”,মোঃ ফয়সাল হোসেন “দৈনিক খোলা কাগজ”,মোঃ আরিফুল ইসলাম, দৈনিক নাগরিক দাবি, মোঃ আঃ ছালাম,দৈনিক মানব কন্ঠ”সদরপুর, মোঃ রুবেল চোকদার” দৈনিক মুক্তখবর” ভাঙ্গা,,মোঃ জাকির হোসেন দৈনিক নওরোজ” সালথা, মোঃ ইয়াকুব আলী তুহিন দ্বীপ্ত টিভি” ফরিদপুর জেলা সংবাদদাতা, মোঃ তামিম ইসলাম ” বৈশাখি টেলিভিশন,, ফরিদপুর জেলা সংবাদদাতা, প্রতিনিধি সহ প্রায় ২০/২৫ জন সাংবাদিক প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন। বক্তরা, “দৈনিক রাজবাড়ী কন্ঠের” প্রকাশক প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান এর বিরুদ্ধে দায়ের হওয়া দুটি ষড়যন্ত্রমুলক হত্যা মামলা প্রত্যাহারে সরকারের সংশ্লিষ্ট সকলের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন।

সর্ব শেষ, “ফরিদপুর জেলা সাংবাদিক জোটের” জেলা শাখার সভাপতি ও সভার প্রধান বক্তা এবং ফরিদপুর থেকে প্রকাশিত ” দৈনিক নাগরিক দাবি ” পত্রিকার প্রকাশক ও নির্বাহী সম্পাদক লায়ন, মোঃ হায়দার খান তার বক্তব্যে বলেন, সরকারের নিতীনির্ধারকদের প্রতি আমি হুশিয়ারি উচ্চারণ করে বলছি, আগামী ৭ দিনের মধ্যে প্রকাশক মনিরুজ্জামানের নামে হয়রানিমুলক মামলা দুটি প্রত্যাহার করা না হলে বৃহওর ফরিদপুর সহ দঃপঃ অঞ্চলের সাংবাদিক জোট নেতৃবৃন্দকে সাথে নিয়ে লাগাতার আন্দোলনের ডাক দেওয়া হবে।

উল্লেখ্য, গত ১৯ জুলাই পর্যন্ত ২২ জুলাই পর্যন্ত প্রকাশক মনিরুজ্জামান তিনি চোখের চিকিৎসা করানোর জন্য দেশের বাহিরে ছিলেন। এর পর তিনি ওমরা হজ্ব পালনের উদ্দেশ্যে গত ৬ আগষ্ট থেকে ১২ আগষ্ট পর্যন্ত পবিত্র মক্কা শরীফে অবস্হান করছেন। অথচ ষড়যন্ত্রকারী নিজের তার অবস্থান নিশ্চিত না করে,ঢাকা মোহম্মদপুর সাভার থানায় মনগড়া দুটি হয়রানিমুলক মামলা করছেন বলে ফরিদপুরের সাংবাদিক জোট নেতারা মনে করেন। প্রকাশ থাকে যে জনাব মনিরুজ্জামান গত ৫ আগষ্ট নিজে ঢাকার উওরায়র রাজ পথে তিনি নিজে “বৈষম্যবিরোধী ছাত্র জনতার মধ্য পানি পান, সরবত,জুস খাওয়ানোর ব্যবস্হা করেন যাহা নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে।

Drop your comments:

Please Share This Post in Your Social Media

আরও বাংলা এক্সপ্রেস সংবাদঃ
© 2023 | Bangla Express Media | All Rights Reserved
With ❤ by Tech Baksho LLC