নিজস্ব প্রতিবেদকঃ দীর্ঘ দেড় বছর পর আমিরাতের রাজধানী আবুধাবি ও আজমানের মধ্যে বাস সার্ভিস চালু হয়েছে।
আজ রবিবার (৫ সেপ্টেম্বর) আজমান পরিবহন কর্তৃপক্ষ গণমাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বছরের এপ্রিলে বাস সার্ভিস বন্ধ হওয়ার পর আবারও চালু করা হলো।
আজমান ট্রান্সপোর্ট অথরিটির নির্বাহী পরিচালক সামি আলি আল জল্লাফ বলেন, প্রতিদিন দুটি করে বাস আজমান থেকে আবুধাবির উদ্দেশ্যে যাবে। একইভাবে আবুধাবি থেকে আসবে। আজমান মুসল্লা বাস স্ট্যাসন থেকে সরাসরি আবুধাবির কেন্দ্রীয় বাস স্ট্যাসনে গিয়ে থামবে। পথিমধ্যে কোন যাত্রী উঠানো ও নামানো যাবে না।
এদিকে পিসিআর টেস্ট ও ডিপিআই টেস্টের মেয়াদ দেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের আইনে চলবে। ডিপিআই টেস্টের মেয়াদ ২৪ ঘন্টা ও পিসিআর টেস্টের মেয়াদ ভ্যাকসিন গ্রহীতা ও ভ্যাকসিন গ্রহণ করেন নাই এমন ব্যক্তিদের বেলায় আলাদা।
বাস ভাড়া ৩৫ দিরহাম নির্ধারণ করা হয়েছে। মাসআর কার্ড ব্যবহারকারীদের জন্য ৩০ দিরহাম নির্ধারণ করা হয়েছে।