দেশ ভয়াবহ অবস্থায় পৌঁছে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। বলেন, রাজনীতিকে সঠিক জায়গায় ফিরিয়ে এনে দেশকে ক্রান্তিকাল থেকে উদ্ধার করতে হবে।
সোমবার (১ আগস্ট) দুপুরে দলটির বনানী কার্যালয়ে তিনি এ মন্তব্য করেন। আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে জি এম কাদের বলেন, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে এনে গ্রহণযোগ্য নির্বাচনের বিকল্প নেই। প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সংলাপেও জাতীয় পার্টির পক্ষ থেকে এ বিষয়ে জোর দেয়া হয়েছে বলে জানান তিনি।
Drop your comments: