বাগেরহাট প্রতিনিধিঃ দেশব্যাপী বিএনপি ও জামায়াত-শিবিরের মদদে জঙ্গিবাদ, সন্ত্রাস ও দেশ বিরোধী ষড়যন্ত্রকারীদের কঠোর হাতে প্রতিহত করতে হবে। বাধাল ইউনিয়ন আওয়ামীলীগের প্রতিনিধি সভায় বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য তারুণ্যের অহংকার শেখ সারহান নাসের তন্ময় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তিনি আরো বলেন, দল ও জনগণের সাথে সম্পৃক্ত থেকে কাজ করতে চাই, মা-বোনদের উপর সম্মানহানী করলে তার কোন ছাড় নেই।
শুক্রবার বিকাল ৪টায় বাধাল ইউনিয়ন পরিষদ চত্বরে, বাধাল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কোতোয়াল ইলিয়াস আহম্মেদের সভাপতিতে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নকীব নজিবুল হক নজুর সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মীর ফজলে সাইদ ডাবলু, ধর্ম বিষয়ক সম্পাদক কে এম ফরিদ হাসান, কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা সরোয়ার, বাগেরহাট পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আবুল হাসেম সিপন,চেম্বার অব কমার্সের সভাপতি লিয়াকত হোসেন লিটন,উপজেলা আওয়ামীলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মো. সাইফুল ইসলাম, সাধারন সম্পাদক এস এম আবু বক্কর সিদ্দিক, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইবনে মিজান হিরু, বাধাল ইউপি চেয়ারম্যান নকিব ফয়সাল অহিদ। ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক সরদার দেলোয়ার হোসেন ।