দেশে করোনা ভাইরাসে একদিনে আরো ৩৩ জনের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছেন আরো ২৯৯৬জন। এনিয়ে করোনায় মোট মৃত্যু হয়েছে তিন হাজার ৪৭১ জনের। মোট শনাক্ত হলেন ২ লাখ ৬৩ হাজার ৫০৩ জন।
আজ মঙ্গলবার দুপুরে করোনা ভাইরাস বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের দৈনন্দিন হেলথ বুলেটিনে এ তথ্য তুলে ধরেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। তিনি জানান, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৫৩৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন এক লাখ ৫১ হাজার ৯৭২ জন।
Drop your comments: