দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ৩২ জনের মৃত্যু হয়েছে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ২০২৪ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ৬৫৭ জনে। মোট শনাক্ত দুই লাখ ৭৬ হাজার ৫৪৯ জনে দাঁড়িয়েছে।
২৪ ঘণ্টায় এক হাজার ৩১৫ জন এবং এখন পর্যন্ত এক লাখ ৫৮ হাজার ৯৫০ জন সুস্থ হয়ে উঠেছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে আরো জানানো হয়, ৮৭টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ৬৩৬ টি নমুনা সংগ্রহ এবং ১০ হাজার ১৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১৩ লাখ ৫১ হাজার ৬৬৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২০ দশমিক ২০ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৭ দশমিক ৪৮ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৩২ শতাংশ।
Drop your comments: