দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ১৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৫ হাজার ৫৯৩ জনে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ১৬৮৪ জন। মোট শনাক্ত ৩ লাখ ৮২ হাজার ৯৫৯জনে দাঁড়িয়েছে।
২৪ ঘণ্টায় ১ হাজার ৫৭৬ জন এবং এখন পর্যন্ত ২ লাখ ৯৭ হাজার ৪৪৯ জন সুস্থ হয়ে উঠেছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরো জানানো হয়, ১০৯টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ১৬৯ টি নমুনা সংগ্রহ এবং ১৪ হাজার ৪১১ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ২১ লাখ ১২ হাজার ৪৪৮ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
২৪ ঘণ্টায় শনাক্তের হার ১১ দশমিক ৬৯ শতাংশ।
শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৭ দশমিক ৬৭ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ।
Drop your comments: