![IMG_20200913_154923](https://banglaexpressonline.com/wp-content/uploads/2020/09/IMG_20200913_154923.jpg)
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ৩১ জনের মৃত্যু হয়েছে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ১৪৭৬ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৪ হাজার ৭৩৩ জনে। মোট শনাক্ত ৩ লাখ ৩৭ হাজার ৫২০ জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় ২ হাজার ৩৭২ জন এবং এখন পর্যন্ত ২ লাখ ৪০ হাজার ৬৪৩ জন সুস্থ হয়ে উঠেছেন।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে আরো জানানো হয়, ৯৪টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৮৫০টি নমুনা সংগ্রহ এবং ১২ হাজার ৯৯৯ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১৭ লাখ ২৮ হাজার ৪৮০ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১১ দশমিক ৩৫ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭১ দশমিক ৩০ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪০ শতাংশ।
Drop your comments: