দেশে যেতে প্রবাসীদের অনলাইনে হেলথ ডিক্লারেশন ফর্ম পূরণ করতে হবে না৷ দেশে যাওয়ার পর বিমানবন্দরে অথবা ফ্লাইটেই যাত্রীদের ফর্মটি দেওয়া হবে। যাত্রীরা বিমানবন্দরেই পূরণ করবেন।
বাংলা এক্সপ্রেসকে এই তথ্যটি নিশ্চিত করেছেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুবাইয়ের রিজিওনাল ম্যানেজার শাকিয়া সুলতানা। তিনি জনান, বাংলাদেশে ফেরার পূর্বে প্রবাসীদের হেলথ ডিক্লারেশন ফরমটি অনলাইনে পূরণ করতে হবে না। বিমানবন্দরে এই ফর্ম পাওয়া যাবে। যাত্রীরা এটি পূরণ করে সরাসরি জমা করতে পারবেন।
গত শনিবার অধ্যাপক ডঃ মোহাম্মদ নাজমুল ইসলাম পরিচালক রোগ নিয়ন্ত্রণ ও লাইন ডাইরেক্টর, সিডিসি স্বাস্থ্য অধিদপ্তর মহাখালী ঢাকা কর্তৃক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে আন্তর্জাতিক চলাচলে যাত্রীদের হেলথ ডিক্লারেশন ফর্ম পূরণ করার কথা বলা হয়।বাংলাদেশে প্রবেশে যাত্রীদের তিন দিনের মধ্যে অনলাইনের মাধ্যমে এই ফর্ম পূরণ করার নির্দেশ এসেছিল। পূরণ সম্পন্ন করার পর যাত্রীগণ কিউআর কোড সম্বলিত একটি হেলথ ডিক্লারেশন কার্ড ডাউনলোড করে ফর্মটি এয়ারপোর্টে ইমিগ্রেশনে দেখানোর কথা বলা হয়েছিল৷
উক্ত নির্দেশনার পর প্রবাসীরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রতিবাদ জানান। প্রবাসীদের নিয়ে কাজ করে এমন সংগঠন থেকেও পুনর্বিবেচনা অনুরোধ জানান হয়৷