![IMG_20201022_183111](https://banglaexpressonline.com/wp-content/uploads/2020/10/IMG_20201022_183111.jpg)
কুয়েত থেকে দেশে ফিরার সময় উড়ন্ত প্লেনেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন ঢাকার নবাবগঞ্জের বুরহান মিয়া (৫৭) নামে এক প্রবাসী। বৃহস্পতিবার দুপুর আড়াইটায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে কুয়েতের ফ্লাইটটি। মারা যাওয়া বুরহান মিয়া ঢাকার নবাবগঞ্জের বাসিন্দা। তার বাবার নাম শামসুল হক। পাসপোর্ট নম্বর এজি ৮৬৬৬৭১০।
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয়ের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবাসীকল্যাণ ডেস্কের কর্মকর্তা (উপ-পরিচালক) শওকত হোসেন এবং বেসরকারি সংস্থা ব্র্যাকের অভিবাসন বিভাগের প্রধান শরিফুল হাসান বুরহানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
শওকত হোসেন জানান, কুয়েতের জাজিরা এয়ারওয়েজের (জে৯৫৩১) ফ্লাইটযোগে দেশে ফেরার পথে উড়ন্ত বিমানেই হৃদরোগে আক্রান্ত হয়ে বুরহান মিয়া মারা যান। ওই ফ্লাইট দুপুর আড়াইটায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। তিনি আরো জানান, বুরহান মিয়ার আত্মীয়-স্বজনকে খবর দেয়া হয়েছে। তারা লাশ গ্রহণের জন্য বিমানবন্দরে আসছেন।।