দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১১টায় তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এর আগে, জার্মানিতে তিন দিনের সরকারি সফর শেষে গতরাতে দেশের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। এ সময় তাকে বিদায় জানান, জার্মাানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং স্থানীয় আওয়ামী লীগ নেতারা।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর এটাই তার প্রথম সরকারি সফর। মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে গত ১৫ ফেব্রুয়ারি জার্মানি পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সফরে জার্মান চ্যান্সেলর, ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলনস্কিসহ বেশ কয়েকজন বিশ্বনেতার সাথে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী।
Drop your comments: