দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, ১,০৬৯ জন ভর্তি

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১,০৬৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার (৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এই তথ্য জানানো হয়েছে।

অধিদপ্তরের তথ্যে বলা হয়েছে, ঢাকায় মৃত্যু হয়েছে ৮ জনের; দক্ষিণ সিটি করপোরেশনে ৫ জন, উত্তর সিটি করপোরেশনে ৩ জন। এছাড়া খুলনা ও বরিশাল বিভাগে একজন করে মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ১২৮ জন, চট্টগ্রাম ৯৯ জন, ঢাকা বিভাগের সিটি কর্পোরেশনের বাইরে ২১৯ জন, ঢাকা উত্তর সিটি ২৫১ জন, ঢাকা দক্ষিণ সিটি ১৫২ জন, খুলনা ৬৮ জন, ময়মনসিংহ ৭০ জন, রাজশাহী ৩৪ জন, রংপুর ৪৩ জন এবং সিলেট ৫ জন রোগী ভর্তি হয়েছেন।

একই সময়ে ৯৫৮ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৭১,৪৮৭ জন। জানুয়ারি থেকে এ পর্যন্ত মোট ৭৫,৯৯২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ৩০২ জনের মৃত্যু হয়েছে।

তুলনামূলকভাবে, ২০২৪ সালে এক লাখ ১,২১৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ৫৭৫ জনের মৃত্যু হয়েছে। ২০২৩ সালে মোট ৩,২১,১৭৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন এবং ১,৭০৫ জন মারা যান।

Facebook Comments Box
Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *