করোনাভাইরাস মহামারির কারণে ফ্লাইট বন্ধ থাকায় আমিরাতের বাইরে অবস্থানরত প্রবাসীদের মধ্যে অনেকের ভিসার মেয়াদ চলে গেছে। দুবাই সিটির ভিসাদারীদের মধ্যে কিছু লোকের ভিসার মেয়াদ আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে কর্তৃপক্ষ।
ফ্লাইট বন্ধ থাকা সকল দেশের প্রবাসীদের জন্য এটা প্রযোজ্য। আজ দেশটির ইংরেজি গণমাধ্যম খালিজ টাইমস সংবাদটি জানিয়েছে।
আপনার ভিসার মেয়াদ বাড়লো কি না এখানে ক্লিক করে দেখে নিন।
এর আগে, গত ২৪ এপ্রিল থেকে ভারত থেকে আসা ফ্লাইট প্রবেশে নিষেধাজ্ঞা দেয় আমিরাত সরকার। পরে, ১৩ মে নিষেধাজ্ঞা আরোপ করা হয় বাংলাদেশ, পাকিস্তান, নেপাল ও শ্রীলংকার ফ্লাইটের ওপর।
চলতি মাসে ভারত পাকিস্তানের ফ্লাইট চালু হলেও বাংলাদেশের স্বাভাবিক ফ্লাইট এখনো বন্ধ রয়েছে।
Drop your comments: