ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে বিভিন্ন দেশে আটকে পড়া সৌদি নাগরিক এবং সৌদি আরবে বসবাসের বা কাজের অনুমোদনপ্রাপ্ত প্রবাসীদের ইকামা (বসবাসের অনুমতি) ও ভিসার মেয়াদ ৩১ আগস্ট পর্যন্ত বাড়িয়েছে সৌদি কর্তৃপক্ষ।
আজ মঙ্গলবার জেদ্দাভিত্তিক সংবাদমাধ্যম সৌদি গেজেটের খবরে এ তথ্য জানানো হয়েছে।
সৌদি গেজেট জানায়, বাদশাহ সালমানের নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সৌদি আরবের বাইরে আটকে পড়া সে দেশের বাসিন্দাদের ইকামা ও ভিসার মেয়াদ বিনা খরচে ৩১ আগস্ট পর্যন্ত বাড়িয়ে দেবে।
যে দেশগুলো থেকে বর্তমানে সৌদি প্রবেশে নিষেধাজ্ঞা আছে সে সব দেশের প্রবাসীদের জন্যও এ আদেশ প্রযোজ্য হবে। সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানায়, দেশটির পাসপোর্ট অধিদপ্তর ইতিমধ্যে এ বিষয়ে কাজ শুরু করেছে।
Drop your comments: