আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। তিনি দেশের ২৪ তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। আইন মন্ত্রনালয়ের আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ারের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে জানানো হয়েছে, শপথ গ্রহনের দিন থেকে এই নিয়োগ কার্যকর হবে।
ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্বে ওবায়দুল হাসানভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্বে ওবায়দুল হাসান
এরআগে, মঙ্গলবার সকালে বিচারপতি ওবায়দুল হাসানকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
বিচারপতি ওবায়দুল হাসান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসএস, এমএসএস ও এলএলবি ডিগ্রি অর্জনের পর ১৯৮৬ সালে আইনজীবী হিসেবে জেলা বারের সনদ পান। তিনি ১৯৮৮ সালে হাইকোর্টের এবং ২০০৫ সালে আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।
১৯৯৬ থেকে ২০০১ সালে তিনি সহকারী এটর্নি জেনারেল এবং ডেপুটি এটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ২০১১ সালে হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান। ২০১২ সালে তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান। ২০১৫ সালের ১৫ সেপ্টেম্বর পর্যন্ত তিনি এই দায়িত্বে ছিলেন। তিনি আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পান ২০২০ সালের ৩ সেপ্টেম্বর।