দেশজুড়ে চরম নৈরাজ্য চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, সরকারে লক্ষ্য কেবল টাকা উপার্জন করা, জনগণের উন্নয়ন নয়। শনিবার (৩০ অক্টোবর) দুপুরে, রাজধানীর সোনারগাঁও হোটেলে বইয়ের প্রকাশনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
এ সময় বিএনপি মহাসচিব বলেন, দেশে বর্তমানে শ্বাসরুদ্ধকর অবস্থা বিরাজ করছে। চারপাশে হতাশার কথা শোনা যায়। তবে এখনই হতাশ হওয়ার কারণ নেই। তিনি বলেন, পরির্বতন আসবেই। এজন্য তরুণদের জেগে উঠার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
Drop your comments: