২১ জুন থেকে দেশব্যাপী আরোপ করা লকডাউন তুলে নিয়েছে সৌদি আরব। অনুমতি দেওয়া হয়েছে সব ধরনের ব্যবসা-বাণিজ্য প্রতিষ্ঠান খোলার। খবর আল জাজিরার।
তিন মাসে আগে করোনাভাইরাসের সংক্রমণ রুখতে দেশব্যাপী লকডাউন আরোপ করেছিল সৌদি আরব। জারি করেছিল কারফিউ। তিন মাস পর সবই তুলে নিলো দেশটি। লকডাউন তোলার পর ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি সেলুন, সিনেমা হলও খুলে দেওয়া হয়েছে। অনুমতি দেওয়া হয়েছে পবিত্র মক্কা নগরীর মসজিদগুলোতে নামাজ আদায়েরও।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া তথ্যমতে, আন্তর্জাতিক ফ্লাইট ও হজযাত্রীদের আগমণের উপর এখনো নিষেধাজ্ঞা বহাল রয়েছে। আর ৫০ জনের বেশি মানুষের সমাগতও নিষিদ্ধ রয়েছে।
সৌদি আরবে এ পর্যন্ত ১ হাজার ২৬৭ জন মারা গেছে। গেল ২৪ ঘণ্টায় মারা গেছে ৩৭ জন। এ পর্যন্ত সেরে উঠেছে ১ লাখ ১ হাজার ১৩০ জন।
Drop your comments: