মঈন নাসের খাঁন, কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লার দেবীদ্বারে মামলা দিয়ে হয়রানী ও জোর পূর্বক জমি দখলসহ বিভিন্ন অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে আনোয়ার নামের একজনের বিরুদ্ধে। সুবিচার পাওয়ার আশায় মানব বন্ধন, বিক্ষোভ মিছিল ও সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকার সাধারন মানুষ।
সাংবাদিকদের সাথে মত বিনিময় কালে ভুক্তভোগী পরিবার ও গ্রামবাসী জানায়, কুমিল্লার দেবীদ্বার থানার ধামতী ইউনিয়নের তেবাড়িয়া গ্রামের মনিরুল হকের ছেলে আনোয়ার হোসেন বেশ কিছুদিন ধরে এলাকার বিভিন্ন মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানী, ভূমি দখলসহ বিভিন্ন উপায়ে অনৈতিক কাজ করে আসছে।
জানা যায় জমি ও পুকুর সংক্রান্ত এসব বিষয় নিয়ে সিরাজুল ইসলাম এলাকায় একটি সালিশ ডাকেন। সালিশে এক পর্যায়ে দু পক্ষের মধ্যে মারামারি শুরু হয়। আনোয়ার হোসেন এবং তার ছেলে অপুর ছুড়ির আঘাতে সিরাজুল ইসলামের ছেলে সজিব ও সাকিব গুরুতর আহত হয়।
আনোয়ারের ভয়ে কেউ মুখ খোলতে চায় না। আহতের পরিবার মানব বন্ধন করলে এলাকার সাধারন মানুষ ক্ষোভ প্রকাশ করে এবং তদন্তের মাধ্যমে সঠিক বিচার দাবি করে।
আনোয়ারের সাথে যোগাযোগ করলে সে সাংবাদিকদের সাথে কথা বলবেন না বলে জানায়। এবিষয়ে দেবীদ্বার থানায় একটি অভিযোগ করা হয়েছে।
দেবিদ্বার থানার ওসি জানায়, বিষয় আমার নজরে এসেছে। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।