শাহ সুমন বানিয়াচং প্রতিনিধিঃ বানিয়াচং উপজেলা সদরের ২ নম্বর উত্তর -পশ্চিম ইউনিয়নের রঘু চৌধুরী পাড়া গ্রামে ১০ ভূূমিহীন পরিবার পেয়েছেন প্রধানমন্ত্রীর উপহারের ঘর। সন্ধ্যা হলে এসব ঘরের টিনের চালায় দুর্বৃত্তরা ঢিল ছুঁড়ে আতংক তৈরি করেছে। বসবাসকারিরা এতে চরম ভীতিকর অবস্থায় দিন পাড় করছেন।
বরাদ্দপ্রাপ্তরা জানান, তারা সেখানে বসবাস শুরু করার পর থেকে এই উৎপাত। প্রথমদিকে ঢিল ছোড়া হতো রাতে। সাম্প্রতিককালে দৃর্বৃত্তদের এ ধরনের কাজ অসহনীয় হয়ে উঠেছে। এখন সন্ধ্যা হলেই শুরু হয় ঢিল ছোড়া। এতে বিশেষ করে শিশু ও বৃদ্ধরা নির্ঘুম রাত অতিবাহিত করছেন ভয়ে ভয়ে।
এ ব্যাপারে আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা ভুক্তভোগী আলফাতুন বিবি (৫৫) জানান, আমাদেরকে দিনের পর দিন এই অত্যাচারে সহ্য করতে হইতাছে। আমরা নিরাশ্রয় হয়ে এখানে বসবাস করতাছি। যাওয়ার কোন জায়গা জমি নাই।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) পদ্মাসন সিংহ বলেন, আমাকে এই পর্যন্ত কেউ কোন অভিযোগ জানায় নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহন করা