দুর্নীতি ও বিদেশে টাকা পাচার বন্ধ করলে জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রয়োজন হতো না বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রব।
বৃহস্পতিবার (১১ আগস্ট) দুপুরে জাতীয় প্রেসক্লাবে সদ্য গঠিত গণতন্ত্র মঞ্চের বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন। বর্তমান সরকারকে বিশ্বাসঘাতক ও রাষ্ট্রদ্রোহী আখ্যা দিয়ে রব বলেন, এরা সিন্ডিকেটের হাতে জিম্মি। তাই দুর্নীতি ও টাকা পাচার বন্ধ না করে তেলসহ জিনিসপত্রের দাম বাড়িয়ে মানুষের উপর জুলুম করছে।
এ সময় নাগরিক ঐক্যের সভাপতি মাহামুদুর রহমান মান্না বলেন, রাজপথে আন্দোলন করে লুটেরাদের ক্ষমতা থেকে নামাতে হবে। অন্যথায় দেশের মানুষের মুক্তি নেই।
Drop your comments: