![IMG_20210217_151038](https://banglaexpressonline.com/wp-content/uploads/2021/02/IMG_20210217_151038.jpg)
বাংলা এক্সপ্রেস প্রতিবেদকঃ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের বাসিন্দাদের জিডিআরএফএ অনুমোদনের প্রয়োজন নেই।
আজ বুধবার (১৭ ফেব্রুয়ারি) দেশটির ইংরেজি গণমাধ্যম খালিজ টাইমস এমিরেটস এয়ারলাইন্সের বরাত দিয়ে এই তথ্য জানিয়ে একটি সংবাদ করেছে। ইতোমধ্যে ১২ ফেব্রুয়ারি থেকে কার্যকর হয়েছে। এর আগে, দুবাইয়ের সমস্ত বাসিন্দাদের আমিরাতে ফিরতে জিডিআরএফএ অনুমোদনের প্রয়োজন ছিল।
১২ ফেব্রুয়ারী থেকে শুধুমাত্র ৭২ ঘন্টা পূর্বের করোনা নেগেটিভ সনদ হলেই দুবাই প্রবাসীরা ফিরতে পারছেন।
Drop your comments: