গাউসিয়া কমিটি বাংলাদেশ দুবাই রাশেদিয়ার এর উদ্যোগে পবিত্র জশনে ঈদ-এ-মিলাদুন্নবী (সা:) উদযাপন ও অভিষেক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার স্থানীয় একটি ব্যবসা প্রতিষ্ঠানে মিলাদুন্নবী (সাঃ) ও অভিষেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি জসিম উদ্দিন তালুকদার। অনুষ্ঠানে রাহনুমায়ে শরিয়ত ও ত্বরিকত হাদিয়ে দ্বীনে মিল্লাত হযরতুল আল্লামা আলহাজ্ব সৈয়দ মুহাম্মদ সাবির শাহ (মু:জি:আ:) এর দুবাই আগমন উপলক্ষে সংবর্ধনা দেওয়া হয়।
সাধারণ সম্পাদক মোহাম্মদ আতাউর রহমানের উপস্থাপনয় উপস্থিত ছিলেন মৌলানা মোহাম্মদ সেলিম উদ্দিন, মোহাম্মদ আবুল খাইর, আবু জাফর বাবুল, মোহাম্মদ জানে আলম, মোহাম্মদ আজম, মোহাম্মদ রফিকুল ইসলামসহ অনেকে।
এসময় বক্তারা বলেন, হযরত মোহাম্মদ (সাঃ) আদর্শে সবাইকে চলতে হবে। আশেকে রাসুলদের জন্যও মনের মধ্যে ভালোবাসা থাকা জরুরি। দূর প্রবাসে রাসুলের জন্য ভালোবাসা প্রকাশ করতে এই গাউসিয়া কমিটি সব সময় কাজ করছে।
সবশেষে প্রবাসী বাংলাদেশিসহ মুসলিম উম্মাহের জন্য দোয়া অনুষ্ঠিত হয়।