দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল-মাকতুম এবং ক্ষমতাসীন পরিবারের আরও ছয় সদস্যকে ভিসা দিয়েছে পাকিস্তানের কেন্দ্রীয় সরকার। চলতি বছরের শিকারের মৌসুমে আন্তর্জাতিকভাবে সুরক্ষিত পাখি হুবার বাস্টার্ড শিকারের জন্য তাদেরকে এই ভিসা দেয়া হয়।
জানা গেছে, দুবাইয়ের শাসক ছাড়াও অনুমতি প্রাপ্ত অন্যান্য শিকারীদের মধ্যে ক্রাউন প্রিন্স, উপ-শাসক এবং অর্থ ও শিল্পমন্ত্রী, উপ-পুলিশ প্রধান, একজন সেনা কর্মকর্তা, রাজপরিবারের অপর দুই সদস্য এবং একজন ব্যবসায়ী রয়েছেন। প্রধানমন্ত্রীর অনুমোদনের পরে শিকারের জন্য বিশেষ অনুমতিগুলো জারি করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডেপুটি চিফ অব প্রোটোকল। এরপর সেগুলো ইসলামাবাদে অবস্থিত সংযুক্ত আরব আমিরাত দূতাবাসে প্রেরণ করা হয়।
Drop your comments: