উপমহাদেশের জনপ্রিয় তিন ব্যান্ড জেমস, ইউফোরিয়া ও স্ট্রিংস প্রথমবারের মতো এক মঞ্চে গান পরিবেশন করলেন। দুবাই সরকারের পক্ষ থেকে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের ব্যান্ড তিনটিকে আমন্ত্রণ জানালে এই প্রথম একসঙ্গে গান পরিবেশন করলেন তারা।
জানা গেছে, রোববার (১৩ মার্চ) দুবাইয়ের বিখ্যাত ভেন্যু ‘দুবাই এক্সপো ২০২০’-এ এই রক উৎসবের আয়োজন করা হয়। আর এটি আয়োজন করেছিল দেশটির সরকার।
কনসার্ট শেষে দেশে ফিরে আবারও গানের কনসার্টে অংশ নেবেন জেমস। তবে কনসার্ট শেষে কবে নাগাদ জেমস দেশে ফিরবেন— সে বিষয়ে কোনো তথ্য জানা যায়নি।
Drop your comments: