নিজস্ব প্রতিবেদকঃ বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা অত্যাবশ্যক। নিজেকে সুরক্ষা রাখাই এখন বড় চ্যালেঞ্জ। সেই কারণে আন্তর্জাতিক আইন অনুযায়ী আকাশপথে ভ্রমণের সময় যাত্রীরা মাস্ক, গ্লাভস ও পিপিই ব্যবহার করতে হবে।
বিশ্বের অন্যতম ব্যস্ত বিমানবন্দর দুবাইয়েও এই একই নিয়ম। যাত্রীদের বাধ্যতামূলক মাস্ক, গ্লাভস ও পিপিই ব্যবহার করতে হবে। স্বাস্থ্য সুরক্ষার জন্য প্রয়োজনীয় এসব জিনিস না থাকলে যাত্রীকে ফ্লাইটে যাতায়াত করতে দেওয়া হবে না।
এমতাবস্থায় কোন যাত্রী যদি স্বাস্থ্য সুরক্ষার এসব প্রয়োজনীয় জিনিস আনতে ভুলে যায় তাহলে তাঁর জন্য বিমানবন্দরেই ব্যবস্থা রয়েছে। যাত্রীরা ভেন্ডিং মেশিন থেকে নিজ খরচে মেডিসিন কিট ক্রয় করতে পারবে। উক্ত মেডিসিন কিটে পিপিই, মাস্ক, গ্লাভস একত্রেই অল্প দামেই ব্যবস্থা করা হয়েছে। এসব স্বাস্থ্য সুরক্ষার সামগ্রী স্বাস্থ অধিদপ্তরের অনুমতিকৃত।