নিজস্ব প্রতিবেদনঃ আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে তৃতীয়বারের মতো শিরোপা জিতে দেশে ফেরার পথে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ক্রিকেটারদের সংবর্ধনা দিল বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
২৬ সেপ্টেম্বর স্থানীয় সময় রাত ৯ ঘটিকায় তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন বিমানের দুবাই ও উত্তর আমিরাতের রিজিওনাল ম্যানেজার শাকিয়া সুলতানা। এসময় উপস্থিত ছিলেন একাউন্ট ম্যানেজার আব্দুর রাজ্জাক রেজা, দুবাই বিমান বন্দরের স্টেসন ম্যানেজার মোহাম্মদ জাহিদুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা।
এসময় শাকিয়া সুলতানা বলেন, ‘নারীদের বিজয় আজ চতুর্দিকে। ফুটবল, ক্রিকেট থেকে শুরু করে সামাজিক ক্ষেত্রেও নারীরা এগিয়ে যাচ্ছেন। নারীদের এই বিজয় অব্যাহত থাকুক আমরা এটাই চাই৷’
উল্লেখ্য, ২৫ সেপ্টেম্বর শিরোপা নির্ধারণী ফাইনালে আইরিশ নারীদের ৭ রানে হারিয়েছে টাইগ্রেসরা। মঙ্গলবার সকাল ৮টা ৪০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবে নিগার সুলতানা জ্যোতি-সালমা খাতুনরা।
বাংলাদেশের নারী ক্রিকেট দল এর আগে ২০১৮ এবং ২০১৯ সালেও টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে শিরোপা জিতেছিল। এর আগে ২০১৫ সালে প্রথমবার এই ফরম্যাটের বিশ্বকাপ বাছাইপর্ব খেলে রানার্স আপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল টাইগ্রেসদের।