নিজস্ব প্রতিবেদকঃ আজ থেকে দুবাই বিমানবন্দরে বন্ধ হচ্ছে করোনার রেপিড টেস্ট। আগামীকাল ১৬ আগস্ট থেকে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে বিভিন্ন দেশে গমনকারী যাত্রীরা বাহিরে করোনা টেস্ট করার নির্দেশ দেওয়া হয়েছে।
স্থানীয় গণমাধ্যমে এবং বাংলাদেশ বিমানের দুবাই অফিস থেকে রিজিওনাল ম্যানেজার দিলীপ কুমার চৌধুরীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
রেপিড টেস্ট অথবা করোনা সনদ হাসপাতাল থেকে গ্রহণ করতে হবে। এক্ষেত্রে রেপিড টেস্টের জন্য দুবাইয়ের আল নাহদায় শাবাব আল আহলি ফুটবল ক্লাব নির্ধারণ করা হয়েছে।
যাত্রীদেরকে অবশ্যই ৭২ ঘণ্টা পূর্বে পাসপোর্ট সঙ্গে নিয়ে উল্লেখিত স্থান থেকে রেপিড টেস্ট করতে হবে।
Drop your comments: