বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দুবাইয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুবাই বিএনপির উদ্যোগে ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহিত দিবস, বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর ৫৭’তম জন্মদিনের উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দুবাই বিএনপির সভাপতি প্রকৌশলী ফারুক মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে দোয়া মাহফিলে দেশ থেকে ভিডিও কনফারেন্সে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির অন্যেতম সদস্য ড. আব্দুল মঈন খাঁন ও জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভী।
এসময় বক্তারা বলেন, দেশে আজ মানবাধিকার লঙ্ঘন হচ্ছে৷ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসার অধিকার পর্যন্ত খর্ব করা হচ্ছে৷ অনতিবিলম্বে চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশ যেতে অনুমতি দেওয়ার দাবি জানান বক্তারা৷
দুবাই বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ ইদ্রিস এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, আমিরাত বিএনপির সাবেক আহ্বায়ক দুবাই বিএনপির সাবেক সভাপতি প্রকৌশলী মোহাম্মদ সালাউদ্দিন, মোঃ জাকির হোসেন খতিব, সিরাজুল ইসলাম নওয়াব।
আরও উপস্থিত ছিলেন, মোঃ জাহিদুল ইসলাম, আব্দুল লতিফ, মোঃ জানে আলম, শাকাওত হোসেন বকুল, জাহাংগীর হোসেন, আলম গফুর, নাসিম উদ্দিন চৌধুরী, আবু রাসেল, মোঃ হারুন প্রমুখ।