নিজস্ব প্রতিবেদকঃ সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্য নগরী দুবাইয়ের ট্রাফিক পুলিশের উর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে সাপ্তাহিক ও অনলাইন নিউজ পোর্টাল বাংলা এক্সপ্রেসের নির্বাহী সম্পাদক মামুনুর রশীদ বৈঠক করেছেন।
আজ বৃহস্পতিবার দুবাই ট্রাফিক ডিপার্টমেন্ট অফিসে (দুবাই বিমানবন্দরের বিপরীত পাশে) বাংলাদেশিদের মাঝে আমিরাতের ট্রাফিক আইনের বিভিন্ন বিষয়ে প্রচার প্রচারণা ও সড়ক দূর্ঘটনা এড়াতে সঠিক দিকনির্দেশনা পৌঁছে দিতে বাংলা এক্সপ্রেসের সঙ্গে বৈঠক করে দুবাই ট্রাফিক ডিপার্টমেন্ট। এসময় দুবাই ট্রাফিক এডমিনিস্ট্রেশনের মেজর মেজর ফায়সাল আব্দুল্লাহ মোহাম্মদ আপ বান্না নেতৃত্বে একটি টিম উপস্থিত ছিলেন।
বৈঠকে সিদ্ধান্ত হয়, এখন থেকে দুবাই ট্রাফিকের সকল সংবাদ বাংলা এক্সপ্রেস বাংলাদেশিদের মাঝে প্রচার করবে। অনলাইনের পাশাপাশি বিভিন্ন সময়ে লিফলেট বানিয়ে প্রচার করার অনুমতি রয়েছে। দুবাই দেরা বাজার, সোনাপুরসহ বাংলাদেশি অধ্যুষিত এলাকায় প্রবাসীদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সার্বিকভাবে দুবাই ট্রাফিককে বাংলা এক্সপ্রেস সহযোগিতা করবে।
এসময় নির্বাহী সম্পাদক মামুনুর রশীদের সঙ্গে বাংলা এক্সপ্রেসের টিম উপস্থিত ছিল।