মোহাম্মদ ইরফানুল ইসলাম:
বৈশ্বিক মহামারি করোনাসহ শত প্রতিকূলতার মাঝেও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে সংযুক্ত আরব আমিরাতস্থ বাংলাদেশি ব্যবসায়ীরা। ১১ ডিসেম্বর রোজ শুক্রবার আবব্দুর রাজ্জাক এন্ড নাজিম গ্রোসারির এল এল সির শুভ উদ্বোধন করা হয়।
আধুনিক বিশ্বের ষষ্ঠ নিরাপদ শহর দুবাই ফিরোজ আল মোরা তালাল সুপারমার্কেট এর বিপরীতে রয়েছে বাংলাদেশি প্রতিষ্ঠান আবব্দুর রাজ্জাক এন্ড নাজিম গ্রোসারি এল এল সি।
উদ্বোধনকালে প্রতিষ্ঠানটির পরিচালক মোহাম্মদ নাজিম উদ্দীন বাংলা এক্সপ্রেসকে বলেন, আমিরাত সরকারের স্বাস্থ্যবিধি ও আইন-কানুন মেনে আবব্দুর রাজ্জাক এন্ড নাজিম গ্রোসারিরএল এল সির যাত্রা শুরু করেছি।
এ সময় তিনি উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান, আমাদের গ্রোসারিতে তাজা মাছ, মাংস, অর্গানিক শাক সবজী, দেশীয় ইলিশ ও শুঁটকি, জীবিত ও ফ্রেশ মুরগি, নানা রকম ফলমূলসহ সবধরনের পণ্য সুলভ মূল্যে পাওয়া যাবে।
বিশেষ করে নামিদামি ব্রান্ডের কসমেটিকসসহ ব্যবহারিক নিত্যপ্রয়োজনীয় পণ্য আমাদের গ্রোসারিতে পাওয়া যাবে। পাশাপাশি স্থানীয় আরবি ও অভিবাসীদের জন্য ফ্রি হোম ডেলিভারির সু-ব্যবস্থা রয়েছে বলেও জানান মালিক পক্ষ ।
দুবাই স্থানীয় বাংলাদেশি প্রবাসীদের তাদের দোকানে আসার আমন্ত্রণ জানান এবং প্রবাসী বাংলাদেশিদের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
প্রতিষ্টান মালিক আব্দুর রাজ্জাক বলেন বাংলাদেশের এয়ারপোর্টে হয়রানি না হয় তবে আমিরাতে বাংলাদেশ থেকে শ্রমিক এনে ব্যবসা বাণিজ্যের প্রসার আরো বাড়াতে পারবেন। বাংলাদেশ এয়ারপোর্টে কনট্রাক বাণিজ্য বন্ধ করা জরুরি বলে মনে করেন অনুষ্ঠানে আসা বিভিন্ন ব্যবসায়ীরা।
পরে ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং করোনা থেকে বিশ্ববাসীর মুক্তির জন্য দোয়া ও মোনাজাত করা হয়।