আব্দুল্লাহ আল শাহীন, ইউএইঃ সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক মন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ বলেছেন দুবাই এক্সপো-২০২০ বিশ্ব সংস্কৃতির প্রদর্শন স্থান। তিনি গতকাল এক্সপো পরিদর্শনে এলে এ কথা বলেন।
এসময় তিনি মিসর, মরক্কো, ফ্রান্সসহ বিভিন্ন দেশের প্যাভিলিয়ন ঘুরে ঘুরে দেখেন। তিনি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে জানান, আরব বিশ্ব শুধু নয় ১৯২ টি দেশের সংস্কৃতি তুলে ধরা ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের মিলন মেলা হচ্ছে দুবাই এক্সপো।
তিনি আরও বলেন, ব্যবসা বাণিজ্য ও সংস্কৃতির বিকাশ সমন্বয় করে ফুটিয়ে তুলবে প্রতিটি প্যাভিলিয়ন।
উল্লেখ্য, পহেলা অক্টোবর থেকে শুরু হওয়া বিশ্বের সবচেয়ে বড় এই আয়োজন আগামী বছরের মার্চ মাসের ৩১ তারিখ সমাপ্ত হবে।
Drop your comments: