আব্দুল্লাহ আল শাহীন, ইউএইঃ করোনা ভাইরাসের কারণে পিছিয়ে যাওয়া আন্তর্জাতিক মেগা প্রজেক্ট ‘এক্সপো’ চলতি বছরের ১ অক্টোবর শুরু হতে যাচ্ছে। ১ অক্টোবর থেকে ৩১ মার্চ পর্যন্ত চলবে ব্যবসায়ী এই ইভেন্ট।
‘দুবাই এক্সপো ২০২০’ এর প্রবেশ মূল্য নির্ধারণ করা হয়েছে। সাধারণ প্রবেশ মূল্য ৯৫ দিরহাম (প্রায় ২ হাজার টাকা) এবং এবং ছয় মাসে একাধিকবার প্রবেশের জন্য নির্ধারণ করা হয়েছে ৪৯৫ দিরহাম।
বৃহস্পতিবার দুবাইয়ের এক্সপো কর্তৃপক্ষ এই দাম ঘোষণা করে। তারা আরও জানায়, ১৮ বছরের নিচে শিশুদের বিনামূল্যে প্রবেশ ও তাদের অবিভাবকদের জন্য ৫০ শতাংশ ছাড় থাকবে।
Drop your comments: