বিশ্বের সবচেয়ে বড় আয়োজন দুবাই এক্সপো-২০২০ তে তুরস্কের জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। মঙ্গলবার তুরস্কের জাতীয় দিবস উপলক্ষে এক্সপোর মূল ফটকে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান৷
এক্সপো প্রাঙ্গণে তাকে অভ্যর্থনা জানান আমিরাতের প্রধানমন্ত্রী শেখ মুহাম্মদ বিন রাশেদ আল মাকতুম।
এর আগে আমিরাতের রাজধানী আবুধাবিতে ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের সাথে এক বৈঠক অনুষ্ঠিত হয়৷ এসময় প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, বৈঠক তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাত উভয়েরই অভিন্ন লক্ষ্য দ্বিপাক্ষিক সম্পর্ককে উচ্চতর পর্যায়ে নিয়ে যাওয়া।
তুর্কি প্রেসিডেন্ট বলেন, ‘আমরা সকল ক্ষেত্রে বিশেষ করে অবকাঠামো, বিমান চলাচল, ব্যাংকিং ও আর্থিক সংস্থানের ক্ষেত্রে অর্থনৈতিক সম্পর্ককে জোরদার করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছি।’
তিনি আরো বলেন, বাণিজ্যিক সম্পর্ক বাড়ানো ও বিনিয়োগ জোরদারের জন্য উভয়দেশের জোরদার ইচ্ছা রয়েছে।
বৈঠকে এরদোগান বলেন, সংযুক্ত আরব আমিরাত উপসাগরীয় অঞ্চলে তুরস্কের বিশেষ অংশীদার। দুই দেশের মধ্যে সম্পর্কে উত্তেজনার মধ্যেই প্রাইভেট সেক্টরে উভয়পক্ষের বাণিজ্য ও মুদ্রার সরবরাহ অব্যাহত ছিলো।
তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি অল্প সময়ের মধ্যেই আমরা উল্লেখযোগ্য উন্নতি করবো। উচ্চ-প্রযুক্তি কোম্পানি ও নতুন উদ্যোগের ক্ষেত্রে আমিরাত আর্থিক সমর্থন ও সুবিধাজনক বিনিয়োগের সুযোগের প্রস্তাব দিয়েছে। গতিশীল তরুণ জনগণের সহায়তা নিয়ে তুরস্ক বৈশ্বিক উদ্যোগে নেতৃত্ব দিচ্ছে যা উন্নতর প্রযুক্তির উন্নয়ন করছে।’
সংযুক্ত আরব আমিরাতের কার্যত শাসক ও আবুধাবির যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ান প্রেসিডেন্ট এরদোগানকে আমিরাতের প্রেসিডেন্টের সরকারি প্রাসাদ ‘কাসর আল ওয়াতানে’ অভ্যর্থনা জানান।